লখনৌকে ১৮৩ রানের টার্গেট দিল মুম্বাই
জিতলেই দ্বিতীয় কোয়ালিফায়ার তথা ‘অঘোষিত সেমিফাইনাল’ নিশ্চিত। হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের এলিমিনেটর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার চেন্নাইয়ের এমএ চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে মুম্বাই। দলের হয়ে ২৩ বলে সর্বোচ্চ ৪১ রান করেন ক্যামেরন গ্রিন। ২০ বলে ৩৩ রান করেন সুরাইয়া কুমার যাদব।
২২ বলে ২৬ রান করেন তিলক ভার্মা। ইনিংসের একিবারে শেষ ওভারে রীতিমতো তাণ্ডব চালান নেহাল ওয়াদিরা। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২ চার আর সমান ছক্কার সাহায্যে খেলেন ১০ বলে ২৩ রানের ঝড়ো ইনিংস। শেষ দিকে তার তাণ্ডবের কারণেই একশ ষাটের কোটা পার হয়ে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে মুম্বাই।
এর আগে মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে ১৭২ রান করে ১৫ রানে জিতে ফাইনাল নিশ্চিত করে চেন্নাই।
আজকের ম্যাচে যারা জিতবে তারা শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। সেই ম্যাচে যারা জিতবে তারা আগামী রোববার ফাইনালে চেন্নাইয়ের বিপক্ষে খেলবে।