দিনদুপুরে প্রতিবন্ধী কিশোরীকে পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ
চট্টগ্রামের পটিয়ায় কাপড় রোদে শুকাতে দিতে গিয়ে দিনদুপুরে ১৪ বছর বয়সি প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই কিশোরী চতুর্থ শ্রেণিতে লেখাপড়া করে।ওই ঘটনায় কিশোরীর চিৎকার শুনে আশপাশ থেকে লোকজন এগিয়ে এসে মোহাম্মদ পারভেজ আলম (২১) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন।
গ্রেফতার যুবক উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবদুল আলম প্রকাশ আলমের পুত্র।
স্থানীয়রা জানান, শারীরিক প্রতিবন্ধী কিশোরী বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে কাপড় শুকাতে দিয়ে ঘরে ফেরার সময় তাকে জোর করে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ওই যুবক। ধর্ষণের একপর্যায়ে কিশোরী চিৎকার করলে আশপাশের লোকজন এসে ধর্ষক পারভেজকে আটক করে। এ সময় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, শারীরিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে আটকের পর কিশোরীর পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।