Home বিশ্ব অভিষেকের রথযাত্রায় ফের যোগ দেবেন মমতা
মে ২৫, ২০২৩

অভিষেকের রথযাত্রায় ফের যোগ দেবেন মমতা

অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে ফের যোগদান করবেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে অভিষেকের কর্মসূচিতে যোগদান করবেন তৃণমূলনেত্রী।এর আগে এগরায় বিস্ফোরণস্থল খতিয়ে দেখবেন তিনি। এ নিয়ে দ্বিতীয়বার সশরীরে অভিষেকের সঙ্গে রথযাত্রা কর্মসূচির মঞ্চে থাকবেন মমতা। খবর হিন্দুস্তান টাইমসের।তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকালে কলকাতা থেকে প্রথমে এগরার খাদিকুল গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাজি কারখানা সরেজমিনে দেখবেন তিনি। কথা বলবেন মৃত ও আহতদের আত্মীয়দের সঙ্গে। তাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেবেন মমতা। এর পর সেখান থেকে তিনি যাবেন শালবনি। ওই দিন শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রথযাত্রা কর্মসূচির সভা রয়েছে। সেই সভায় বক্তব্য রাখবেন তৃণমূলনেত্রী। সভা শেষে রাতেই শালবনি থেকে কলকাতায় ফিরবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *