ভাঙ্গায় গাঁজাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার
ফরিদপুর প্রতিনিধি,
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার খারাকান্দি মহল্লার একটি কলা বাগান থেকে ২ কেজি গাঁজাসহ মফিজুল মাতব্বর (৩৫) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার খাড়াকান্দি মহল্লায়।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক সোহেল রানা বলেন, গ্রেফতার আসামি মফিজুলের বসতবাড়ির সামনে কলা বাগান থেকে ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করেছি। এ ব্যাপারে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মফিজুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।