এসএসসি পাসে আনসার ভিডিপিতে নিয়োগ
অনলাইন ডেস্ক,
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ‘২৪তম ব্যাটালিয়ন আনসার (পুরুষ)-২০২৩’ পদে বিভিন্ন জেলায় লোকবল নিয়োগ দেবে।
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম : ব্যাটালিয়ন আনসার (পুরুষ)। পদের সংখ্যা: ৪১৮টি। আবেদন যোগ্যতা : প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে ২২ বছর হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পাস।
উচ্চতা ৫’-৬”( অধিক উচ্চতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে )।উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫’-৪”।
ওজন ন্যূনতম ৪৯ কেজি। উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৪৭ কেজি। বুকের মাপ ন্যূনতম ৩২/৩৪। উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৩০/৩২।
আবেদন যেভাবে: আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আhttps://recruitment.bdansarerp.gov.bd/application-circularsবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ সময় : ৩১ মে, ২০২৩