Home অপরাধ বাসে ইয়াবা পাচার, চালকসহ চারজন গ্রেপ্তার
মে ২১, ২০২৩

বাসে ইয়াবা পাচার, চালকসহ চারজন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে একটি বাসের চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুক্রবার ভাটারা ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মারসা পরিবহনে তল্লাশি চালিয়ে ২১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, বাসের চালক মাহমুদুল করিম (৪৩), মাদক ব্যবসায়ী রুমা আক্তার (৪২), নকিবুল ইসলাম (২১) ও মো. মোস্তফা কামাল ওরফে কামাল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা উত্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ইয়াবার একটি চালান কক্সবাজার থেকে ঢাকায় আসছে এবং এগুলো ঢাকায় দুই-তিন স্থানে সরবরাহ করবে—এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, বাড্ডার প্রগতি সরণির ‘রাফিদা সাইকেল মার্ট’–এর সামনে মারসা পরিবহনের একটি বাসের ভেতর থেকে চালক মাহমুদুল করিম ও চক্রের সদস্য রুমার কাছ থেকে ৪ হাজার ৮২৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভাটারায় অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে গ্রেপ্তার ব্যক্তিরা দেশের সীমান্তবর্তী এলাকা টেকনাফ, কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিলেন। চক্রের সদস্যদের কাছ থেকে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *