রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভে হামলার অভিযোগ
রাজবাড়ী প্রতিনিধি,
রাজবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পৌরসভার আদর্শ মহিলা কলেজ সংলগ্ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসার সামনে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মীরা জানায়, রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে ১০ দফা দাবিতে বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জেলা বিএনপি। এরই পরিপ্রেক্ষিতে সকাল থেকে নেতাকর্মীরা জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসায় জড়ো হতে থাকে। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় বিএনপির নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে সেই মিছিলে ছাত্রলীগ ও যুবলীগ হামলা করলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে পিছু হটে ছাত্রলীগ ও যুবলীগ। পরে বিএনপির বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের উদ্দেশে রওনা হয়। কিন্তু সেই বিক্ষোভ বাধা দেয় পুলিশ। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় রাজবাড়ী পৌরসভার বিএনপি সমর্থিত কাউন্সিলর ফারজানা আলম ডেইজিসহ অন্তত ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশের বাধায় বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে যেতে পারেনি। অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ সম্পন্ন করেন জাতীয় সংসদের সাবেক চিপ হুইপ জয়নাল আবেদিন ফারুক। এ সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বিএনপির বিক্ষোভে হামলা প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম বলেন, শনিবার আমাদের শান্তি সমাবেশ ছিল। আমরা শান্তিপূর্ণভাবে একটি মোটর শোভাযাত্রা শুরু করি। আমাদের আওয়ামী লীগ কার্যালয়ে থেকে শুরু হওয়া শোভাযাত্রা খৈয়মের বাড়ির দিকে গেলে তারা আমাদের ওপর হামলা করে। এ সময় আমাদের ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমার বাসায় হামলা করে। পরে আমাদের একটি বিক্ষোভ সমাবেশ দলীয় কার্যালয়ে যেতে চাইলে পুলিশ সেখানে হামলা চালায়। এ সময় আমাদের অনেক নেতাকর্মীদের আটক করা হয়েছে। আমি দ্রুত তাদের মুক্তির দাবি করছি।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মো. সালাহউদ্দীন বলেন, জেলায় আইনশৃঙ্খলা বিঘ্ন ও পুলিশের ওপর হামলার অভিযোগ কয়েকজনকে আটক করা হয়েছে। এর বেশি এখন বলা সম্ভব নয়।