ভিকি-সারার ‘জারা হাটকে জারা বাচকে’র পোস্টার ট্রেলার নিয়ে ভক্তের উচ্ছ্বাস
অবশেষে ভিকির জন্মদিনের আগে প্রকাশ্যে এলো ‘জারা হাটকে জারা বাচকে’। আগামী ২ জুন মুক্তি পাবে ছবিটি। বড়পর্দায় জুটি বেঁধেছেন সারা আলি খান ও ভিকি কৌশল। যদিও এ খবর বহুদিন আগেই প্রকাশ্যে এসেছিল; কিন্তু জানা যায়নি এই ছবির নাম। মাঝে শোনা যাচ্ছিল ছবির নাম ‘লুকা ছুপি’ হতে পারে।
প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। জানা গিয়েছে এই ছবির ট্রেলার কবে মুক্তি পাবে। ভিকির ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন তার ভক্তরা। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাদের নতুন কাজের জন্য।
রোববার ভিকি তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই দেখা যায় তাদের এই আগামী ছবির একাধিক পোস্টার। এ ভিডিও শেয়ার করে ভিকি লেখেন- ‘রোমান্টিক নাকি নাটকীয়? কেমন হবে আমাদের এই ছবির গল্প? কী মনে করছেন আপনারা? আগামীকাল মুক্তি পাবে আমাদের ছবি জারা হাটকে জারা বাচকের ট্রেলার। আগামী ২ জুন মুক্তি পাবে এই ছবি।’ অভিনেতার পোস্ট করা ভিডিওতে ছবির একটি গানের এক ঝলক দেখা গেছে।