Home বিশ্ব অনুমতি ছাড়া হজের আগে মক্কায় প্রবেশ নিষিদ্ধ
মে ১৬, ২০২৩

অনুমতি ছাড়া হজের আগে মক্কায় প্রবেশ নিষিদ্ধ

পবিত্র হজের প্রস্তুতি হিসেবে অনুমতিবিহীন সৌদি নাগরিকদের মক্কায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে মক্কায় বসবাসের অনুমতিপ্রাপ্ত সব বিদেশির জন্য বৈধ এন্ট্রি পারমিট সবসময় সঙ্গে রাখা ও প্রয়োজনে তা প্রদর্শন করা বাধ্যতামূলক করেছে সৌদি আরব।১৫ মে (সোমবার) থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে বলে জননিরাপত্তা সংক্রান্ত সরকারি সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি এক বিবৃতিতে জানিয়েছে। খবর আল আরাবিয়ার।ডিরেক্টোরেট অব পাকলিক সিকিউরিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, সব বিদেশি হজযাত্রীকে হজ ভিসার অনুলিপি ওসঙ্গে রাখা ও প্রয়োজনে পুলিশকে তা প্রদর্শনের জন্য অনুরোধ করা হচ্ছে। সেই সঙ্গে প্রত্যেক মক্কায় বসবাসের অনুমোদনপ্রাপ্ত প্রত্যেক বিদেশিকে বৈধ এন্ট্রি পারমিট সঙ্গে রাখতে বলা হচ্ছে। তল্লাশির সময় যদি কোনো বিদেশি বৈধ এন্ট্রি পারমিট বা তার অনুলিপি প্রদর্শনে ব্যর্থ হন, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।হজ ব্যবস্থাপনার সুবিধার্থেই এই নিয়ম জারি করা হচ্ছে উল্লেখ করে সংস্থার পক্ষ থেকে বলা হয়, মক্কার প্রতিটি প্রবেশপথে পুলিশ পয়েন্টে চেক পয়েন্ট থাকবে এবং এসব পথে যেসব যান চলাচল করবে— সেগুলোর প্রতিটিতে তল্লাশি চালানোর অনুমোদন থাকবে পুলিশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *