ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
তাইফুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি জেলার কাঠালিয়া ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে পরিবহনের বাস চাপায় বান্ধাঘাটা বাজারের এক ব্যবসায়ী নিহত হয়েছে।নিহত ওই ব্যবসায়ীর নাম আবু তালুকদার।তিনি উপজেলার দক্ষিন কৈখালী গ্রামের ইসমাইল তালুকদারের সন্তান এবং কাঠালিয়া উপজেলার দক্ষিন কৈখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখিনুর আক্তারের স্বামী।তিনি সকালে নিজ বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান বান্ধাঘাটা বাজারে যাচ্ছিলেন।
আজ সোমবার সকাল ৫টার দিকে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে আমুয়ার দিকে যাওয়ার পথে বান্ধাঘাটা বাজার সংলগ্ন আঞ্চলিক সড়কে ব্যবসায়ীর আবু তালুকদার কে বাস চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এলাকাবাসী জানান, নিজ বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান বান্ধাঘাটা বাজারে যাওয়ার পথে বাড়ির কাছেই ঢাকা থেকে ছেড়ে আসা আমুয়াগামী একটি যাত্রী পরিবহন পিছন দিক থেকে আবু তালুকদারকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই সে নিহত হয়।এর পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা বন্ধ করে দিয়ে সড়ক অবরোধ করে। এতে রাস্তার দুপাশে প্রায় ৩-৪ ঘন্টা ধরে শতাধিক যানবাহন আটকা পরে। ঘটনার পর কাঠালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।